নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে আজ ১৮ জুন শুক্রবার বিকালে পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে বসবাসকারী ৭০টি পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় কমিটির চেয়ারম্যান সতু বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অনাদি রঞ্জন বড়ুয়া। সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উদয়ন বড়ুয়া, অপু বড়ুয়া, মানিক রতন চাকমা, সুগত প্রিয় বড়ুয়া, সুচিত্রা তংচঙ্গ্যা, সুরমা চাকমা, বিমান বড়ুয়া প্রমুখ। এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক এমং মার্মা। সভা শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.