অনলাইন ডেস্ক
এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ২২০ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ৩৮ লাখ ৬৬ হাজার ৬১৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৩১ লাখ ২ হাজার ৫৮২ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৯২ হাজার ৭০৭ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১৬ হাজার ৯০৪ জন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.