ডেস্ক নিউজ : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ৪৬৮ তম বিশেষ সভা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলহাজ্ব এস এম মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বিগত ১৩/১২/২০ তারিখে অনুষ্ঠিত ৩৯ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিত করণের জন্য পরবর্তী সাধারণ সভায় উপস্থাপিত হওয়ার বিষয়ে,
আগামী ১৯/০৬/২০২১ ইংরেজি তারিখে ৪০ তম বার্ষিক সাধারণ সভা জন্য ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব,
২০২১ সালের বাজেট সম্পর্কে নিরীক্ষক নিযুক্তি ও সম্মানী নির্ধারণর বিষয়ে আলোচনা এবং নির্বাচন ২০২১ এর তারিখ নির্ধারণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের ট্রেজারার আলহাজ্ব মো. রেজাউল করিম আজাদ, পরিচালনা পরিষদের ডোনার সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মো. আজিজ নাজিম উদ্দিন, সদস্য যথাক্রমে মো. সগীর,
অধ্যক্ষ লায়ন ডক্টর মো. সানাউল্লাহ, আলহাজ্ব এডভোকেট মো. আহসান উল্লাহ, এসএম কুতুবউদ্দিন, এম জাকির হোসেন তালুকদার এবং মো. খায়েজ আহমেদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক ডাক্তার মো: নুরুল হক, মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এএসএম মোস্তাক আহমেদ, শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার এম ওয়াজির আহমেদ,
ডেপুটি পরিচালক (অ্যাডমিনিস্ট্রেশন) ডাক্তার মো. আশরাফুল করিম, মো. মোশারফ হোসেন ও মো. মনজুরুল আলম, পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডাক্তার ফাহিম হাসান রেজা,
নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার অনুরূপ, মেডিকেল কলেজ সেক্রেটারি মো. শহীদুল্লাহ এবং জেনারেল সেক্রেটারি পিএস এ রাজি সহ সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: itihass71@gmail.com, মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.