নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ২০১৭ এর কার্যনির্বাহী পরিষদ ১৪ জুন (সোমবার) নগরির দামপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে গঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সংগঠক মো. সালাউদ্দিন। সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শহীদুর কবির।
সর্বসম্মতিক্রমে মো. সালাউদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ ফজলুল হককে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অস্থায়ী শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ ২০১৭ এর ১০১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি যথাক্রমে কাজী মো. নাজিম উদ্দিন, খোকন বণিক, মজিবুর রহমান, মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হোসেন আরঙ্গজেব শিবলু, প্রচার সম্পাদক মো. এখলাছ মিয়া এবং অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান-১।
বক্তারা তাদের বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি সহ চসিকের রাজস্ব বিভাগের বিভিন্ন অনিয়মের সুরাহা করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন তারা।
তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবক, শ্রমিক, চালক, হেলপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সেই শ্রমিক ও কর্মচারীরা আজ তাদের অধিকার থেকে বঞ্চিত। তাদের অধিকার রক্ষায় ও বিভিন্ন দাবি উত্থাপনের জন্যে এ কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.