[caption id="attachment_4360" align="alignnone" width="811"]
২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২[/caption]
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ 'শ ৪২ জনে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৭ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৮ 'শ ৭ জনে।
১৩ জুন (রবিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ১২ জুন (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৭ 'শ ৪১ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৪৯ ও উপজেলার ১৮ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ছয়জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন এবং মেডিকেল হাসপাতাল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.