অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সীমান্ত জেলা শেরপুরের । গত ৪৮ ঘণ্টায় ২০ জনসহ গত ১০ দিনে অন্তত ৮০ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত সপ্তাহ জুড়েই শেরপুরের বেশ কিছু জনপ্রতিনিধি, পুলিশ,সাংবাদিক ও বিশিষ্ট জনেরা করোনায় আক্রান্ত হয়েছেন।
এই অবস্থায় করণীয় ঠিক করতে গতকাল ১০ জুন (বৃহস্পতিবার) রাতে জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ জরুরি বৈঠকে বসেন। জেলা প্রশাসক কার্যালয়ে দীর্ঘ বৈঠকের পর করোনা নিয়ন্ত্রণে শুধু শেরপুর পৌর এলাকার জন্য জেলা প্রশাসকের স্বাক্ষরিত ৯ দফা বিধিনিষেধ জারি করা হয়। এই বিধি নিষেধ ১১ জুন (শুক্রবার) থেকে আগামি ২৪ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
বিধিনিষেধের মধ্যে আছে- করোনা আক্রান্ত ব্যক্তি ও পরিবারের লোকজনকে সার্বক্ষণিক ঘরে থাকতে হবে। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, জন্মদিনের কোনও অনুষ্ঠান করা যাবে না। বন্ধ থাকবে পিকনিক ও বিনোদন কেন্দ্র। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে। জরুরি সেবা ছাড়া সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে অবস্থান করতে পারবে না। হোটেল রেস্তোরায় বসে খাওয়া যাবে না। তবে অনলাইন অর্ডার সরবরাহ করা যাবে। সরকারি বিধি নিষেধ মেনে গাড়ি চলানো যাবে। অটো ও সিএনজির সামনের সিটে কোনওক্রমেই যাত্রী বহন করা যাবে না। সরকার কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা ও বিধিনিষেধ মানতে হবে। অন্যাথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.