ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ অতি সম্প্রতি ঠাকুরগাঁও জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুহিয়া চৌরাস্তা সহ আশে পাশের দোকান পাট ও রাস্তায় চলাচলকারী মানুষকে সচেতন করতে হ্যান্ড মাইকে প্রচারনা চালিয়েছে রুহিয়া থানা পুলিশ।
"মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ" এ শ্লোগানে ০৭ জুন (সোমবার) দুপুরে রুহিয়া চৌরাস্তাসহ আশে পাশের বাজার এলাকায় রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন এবং তার নেতৃত্বে রুহিয়া থানা পুলিশের অন্যান্য সদস্যরা চৌরাস্তাসহ বাজারের আশে পাশের রাস্তায় মাস্ক বিহীন পথচারীদেরকে মাস্ক পরিয়ে দেন।
এ সময় রুহিয়া থানার সকল পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সিভিল সার্জনের ফেসবুক পেইজের সর্বশেষ তথ্য অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় কোভিড-১৯ একদিনে (০৬/৬/২১ তারিখে) সনাক্ত হয়েছে ১৮ জন। এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১৭৬০ জন, যাদের মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৫৮০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.