অনলাইন ডেস্ক
বাগেরহাটের মোংলায় হু-হু করে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। ফলে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। করোনার কঠোর বিধি-নিষেধের ৭ম দিনে মোংলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিন পৌর এলাকা জুড়ে কঠোর নজরদারি ও টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। গত ২৪ ঘণ্টায় মোংলা উপজেলায় নতুন করে আরও ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়াও উপজেলায় এক সপ্তাহে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে ১২৭ জনের। এই অবস্থায় মোংলায় আরও এক সপ্তাহ কঠোর বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।
এদিকে জেলায় করোনা সংক্রামণ হু-হু করে বেড়ে যাওয়ায় জেলা মনিটরিং কমিটির সভায় বাগেরহাটে ২১ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব ধরনের প্রচার-প্রচারণা ১০ জুন পর্যন্ত নিষিদ্ধ করা করেছে। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.