অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক প্রীতি ফুটবলে গোলশূন্য ড্র হল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের ম্যাচ।
স্পেনের মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটন স্টেডিয়ামে ১৫ হাজার দর্শকের সুযোগ হয়েছিল করোনার পর প্রথমবারের মত আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার। শুরু থেকে বল দখলের আধিপত্য ধরে রেখে একের পর এক আক্রমণ করে স্পেন।
তবে ছাড় দেয়নি পর্তুগালও। পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। ২৩ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান হোসে ফন্তে। কিন্তু পাউ তোরেসকে ফাউল করায় গোলটি বাতিল হয়।
৫০তম মিনিটে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন মোরাতা। চার মিনিট পর আবারো লক্ষ্যভ্রষ্ট শট নেন এই জুভেন্টাস স্ট্রাইকার। তার খানিক পর এবার লক্ষ্যভ্রষ্ট হেডে পর্তুগালকে হতাশ করেন রোনালদো।
যোগ করা সময়ে মোরাতার শট ক্রসবারে লাগলে গোল ছাড়াই শেষ হয় ইউরোর বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের লড়াই।
দ্বিতীয়ার্ধে স্পেনের পাওয়া ৩-৪টি সুযোগের প্রায় সবই নিজের পায়ে নষ্ট করা মোরাতার উদ্দেশ্যে মাঠেই হতাশা প্রকাশ করেছে তাদের সমর্থকেরা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.