প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২১, ৭:২২ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রনকারী বীরমুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রমেশ চন্দ্র রায় (৬৮) এর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন । ৩ জুন (বৃহস্পতিবার) সকাল ৯টার সময় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তিনি ৬ নম্বর সেক্টরের অধীনে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে আংশগ্রহন করেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের সাপটি পুকুর পাড়ে তাকে হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করা হয়। এর আগে সাপটি পুকুর পাড় মাঠে তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মান গার্ড অব অর্নার প্রদান করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি চৌকস দল । এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সুবোধ চন্দ্র রায় প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.