প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৩:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২১, ৬:২৯ পূর্বাহ্ণ
ডাঃ রাসবিহারী চৌধুরী ও সবিতা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন চত্বরে মানবিক উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদন
পৃথিবীতে মানুষ যতদিন আছে ততদিনই পৃথিবী বাঁচবে। মানুষের হাত ধরে পৃথিবীতে টিকে থাকবে মানব সভ্যতা। আর মানব সভ্যতা টিকে থাকবে দানের মাধ্যমে।। মৈত্রী গুণে বাড়ে শ্রদ্ধা - মানবিকতায় সুখ,সেই সুখে সুখী হতে --মানবিক উপহার সামগ্রী নিয়ে বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে উপস্থিত হয়েছেন বৈদ্যপাড়া নিবাসী বাবু সুমিত বড়ুয়া ও সহধর্মিণী শোভা বড়ুয়া । বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন এর মহাসচিব সরিৎ চৌধুরী সাজু এই আয়োজনের সমন্বয় করেন।-আজ তেকোটা - মুকুট নাইট গ্রামের ৩২ পরিবারের মধ্যে মধুমাখা মানবিক উপহার তুলে দেন তারা। জয় হোক মানবিকতা। এই মানবিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন বৈদ্যপাড়া গ্রামের ডাঃ শুভময় চৌধুরী, বাবু বিকাশ চৌধুরী , শোভিত চৌধুরী সন্তু,পূর্ণজ্যোতি বড়ুয়া, রিংকু বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন পরিচালনা কমিটির কর্মকর্তা ,সুনীল কান্তি বড়ুয়া, শ্যামল কান্তি বড়ুয়া ( সভাপতি) , বীর মুক্তিযোদ্ধা জ্যোতি প্রকাশ বলরাম চৌধুরী, প্রতাপ কান্তি বড়ুয়া, বিমল বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, ক্যানেডাম চৌধুরী, রুনু বিকাশ বড়ুয়া, অশোক বড়ুয়া বাবু,সবুজ বড়ুয়া পিলু জুয়েল বড়ুৃযা সহ আরও অনেকে। উল্লেখ্য যে, ফাউন্ডেশনের কর্ণদার বাবু সুমিত চৌধুরী ও শোভা চৌধুরী বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের মাঠে পর্কিং টাইলর্স করার জন্যে ৫০,০০০/- টাকা দান করার প্রতিশ্রুতি দেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.