অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চতুর্থ দিনের মতো এই ভাইরাস কেড়ে নিল আরও ১০ হাজারের বেশি প্রাণ। বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। মাঝখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও গত টানা চার দিন ধরে আবারও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে মোট প্রাণহানি ৩৭ লাখ ২৭ হাজার ছাড়াল।
ব্রাজিলে ১২শ’র কাছাকাছি মানুষের মৃত্যুতে, মোট প্রাণহানি ৪ লাখ ৭১ হাজারের কাছাকাছি। লাতিন দেশটিতে একদিনে শনাক্ত হল আরও ৩৮ হাজারের মতো সংক্রমণ।
যুক্তরাষ্ট্রে ধীরে হলেও বাড়ছে দৈনিক মৃত্যু; শুক্রবারও ৫১৭ জন মারা গেছে করোনায়। তবে, টিকাদান কর্মসূচি বৃদ্ধি পাওয়ায়, বেশিরভাগ রাজ্যেই নিয়ন্ত্রণে এসেছে ভাইরাসের বিস্তার।
আর্জেন্টিনা ও কলম্বিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৫৩৮ জন। দুই লাতিন দেশেই নতুনভাবে শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি সংক্রমণ।
সারাবিশ্বে ২৪ঘন্টায় আরও ৪ লাখ ১৫ হাজার মানুষের দেহে ভাইরাসটির বিস্তার।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.