অনলাইন ডেস্ক
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। উৎসবে অফিসিয়াল সিলেকশনে পা রাখলো বাংলাদেশের সিনেমা।
আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি সিলেকশন করা হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
বৃহস্পতিবার (৩ জুন) কান উৎসব কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বাঁধন বলেন, ‘অনেক দিনের পরিশ্রমের ফল আজ হাতে পেলাম। আমরা গর্বিত এই উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশ নামটি যুক্ত করতে পেরে। আমাদের সব কষ্ট সার্থক।’
নির্মাতা সাদ ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্র নির্মাণ করেন। ‘রেহানা মরিয়ম নূর’ এই নির্মাতার দ্বিতীয় সিনেমা। আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে বসছে এবারের উৎসব। প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এই সিনেমার গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করেন। এর মধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বেরুনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন। রেহানা চরিত্রে অভিনয় করেন আজমেরী হক বাঁধন।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে। এদিকে এমন খবর পেয়ে ফেসবুকে শুভেচ্ছায় ভাসছেন সাদ-বাঁধন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.