নিজস্ব প্রতিবেদক : শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২১ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ধারাবাহিক মানবিক সহায়তা কার্যক্রম কর্মসূচির অংশ হিসেবে আজ ৩ জুন (বৃহস্পতিবার) দ্বিতীয় দিন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাড্ডা, শাহজাদপুর, রামপুরা ও মালিবাগ এই চার অঞ্চলে করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন ধর্মাবলম্বী কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি চিকিৎসক নেতা, মানবতার কান্ডারী প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত থেকে আশির্বানী প্রদান করেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপ-বিহারাধ্যক্ষ ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সহ-সভাপতি ভদন্ত বুদ্ধানন্দ মহাথের মহোদয়,
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংগঠনিক ব্যক্তিত্ব মি. প্রসেনজিৎ বড়ুয়া,
সাবেক দুই দুবারের সাধারণ সম্পাদক সাংগঠনিক ও সামাজিক ব্যক্তিত্ব মি. দোলন বড়ুয়া, সহ সভাপতি যথাক্রমে ড. জগন্নাথ বড়ুয়া ও মি. কাজল বড়ুয়া, উদযাপন পরিষদের আহ্বায়ক মি. গৌতম বড়ুয়া অপু, সমন্বয়ক মি. রূপায়ণ কুমার বড়ুয়া,
যুগ্ম আহ্বায়ক মিসেস রেলী চাকমা, মহাসচিব মি ডালিম কুমার বড়ুয়া, অর্থ সচিব মি. আকাশ বড়ুয়া বাবুন ও সমন্বয়ক মি. রূপায়ণ কুমার বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মি. উৎপল বড়ুয়া,
সহ সাধারণ সম্পাদক মি. লিটু কুমার বড়ুয়া, সমাজ কল্যাণ সম্পাদক মি. সিন্টু বড়ুয়া, নির্বাহী সদস্য মি. জীবক বড়ুয়া, প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মি. দিলীপ বড়ুয়া, সামাজিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব মি. শেলু বড়ুয়া প্রমূখ ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.