নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্ম কমিশন (পিএসসি) চিকিৎসকদের জন্য ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরীক্ষার আগামী ৬ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ মে থেকে ভাইভা পরীক্ষা শুরু করার কথা ছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঘোষিত বিধিনিষেধের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়।
৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে ২ হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.