নিজস্ব প্রতিবেদক : কাপ্তাইয়ের শীলছড়ির সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র তন্ময় দাশের(১৯) লাশ উদ্ধার।
জানা যায়, গত ২৮ মে (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় কাপ্তাইয়ের শীলছড়ির সীতারঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নামেন তন্ময় দাশ।
তন্ময় দাশ চট্টগ্রাম মহানগর এর টাইগারপাস এলাকার বাসিন্দা সুবল দাশের পুত্র। সে চট্টগ্রাম সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র বলে জানান তাঁর সাথে আগত বন্ধুরা।
নিখোঁজের মাসিতো ভাই কৃষ্ণ নাথ জানান, চট্টগ্রাম থেকে তন্ময় সহ মোট ৯ জন বন্ধু কেপিএম তাদের বাড়িতে বেড়াতে এসে পরে কর্ণফুলী নদীর ধারে অবস্থিত সীতার ঘাট মন্দিরে ঘুরতে যান।
তারা মন্দির দর্শনের পর বিকেল সাড়ে ৪ টায় পার্শ্ববর্তী ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে চোখের পলকে হঠাৎ কর্ণফুলী নদীতে নিখোঁজ হয়ে যায় তন্ময়।
পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সরকারের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দেয়। পরে বিষয়টি কাপ্তাই ফায়ার সার্ভিসকে অবগত করলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই ফায়ার সার্ভিস এর লিডার ধীমান বড়ুয়া নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা।
তারা এসে নিখোঁজ হওয়া তন্ময়কে খোঁজাখুজি শুরু করে এবং রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেন। সন্ধ্যা ৭ টার কিছুটা পর প্রথমে কাপ্তাই নৌ ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নৌ ডুবুরি দল এবং
রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে নিখোঁজ তন্ময়ের উদ্ধারে কর্নফুলি নদীতে নেমে পড়েন, পরে রাত ৮ টায় একই জায়গা হতে নিখোঁজ তন্ময় এর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
উদ্ধারের পর তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত ৮ টায় ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনীর ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।
মৃত্যুবরণকারী তন্ময়ের লাশ মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়া তাঁর মা বাবার কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান।
এর আগে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন, ওসি (তদন্ত) আকতার হোসেন সহ চন্দ্রঘোনা ও কাপ্তাই থানার থানার পুলিশ সদস্যরা।
তাঁরা এসে উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। এইসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, সাতার জানা না থাকলে কেউ যেন নদীতে গোসল করতে না নামে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ হতে বারবার সতর্ক করা হয়েছে।
কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, সরকারি সেবা লাইন ৯৯৯ এ তাঁর বন্ধুরা কল করার পর আমরা জানতে পেরে তৎক্ষণাৎ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসি।
এদিকে , সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থলে মৃত্যুবরণকারী তন্ময় এর পিতা, মাতা এবং আত্মীয় স্বজনরা আসেন। এইসময় তাদের আত্মচিৎকারে পরিবেশ ভারি হয়ে উঠে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.