প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৫:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২১, ৬:৪৩ পূর্বাহ্ণ
চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের জরুরি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রাম মহানগরের পরিবহন শ্রমিক ভাইদের মৌলিক অধিকার ও নাগরিক অধিকার আদায়ের বৃহত্তর ঐক্যবদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক এর এক জরুরি সভা গতকাল ২৮ মে শুক্রবার বিকেল চারটায় নগরের পাহাড় তলী রেলওয়ে স্কুল সংলগ্ন সংগঠন কার্যালয়ে সভাপতি মোহাম্মদ মিনহাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো কালিম শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, শ্রমিক জনগোষ্ঠী সবসময় সবচেয়ে অবহেলিত। বিগত করোনাকালেও শ্রমিক জনগোষ্ঠী বিশেষ করে পরিবহন শ্রমিক জনগোষ্ঠী নানান কারনে অবহেলার শিকার হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে পরিবহন শ্রমিকরা সড়কে দিন রাত পরিশ্রম করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো: হাসান মুরাদ, সহ-সভাপতি মো: আবু হানিফ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিক হাসান, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ফরায়েজী, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রাজু, প্রচার সম্পাদক মো: আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মো: নুর নবী, সমাজকল্যান সম্পাদক মো: হেলাল উদ্দিন, সড়ক বিষয়ক সম্পাদক নিরঞ্জন দাশ, মহিলা বিষয়ক সম্পাদক সাথী কামাল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নুরুল আমিন, ভাড়াটিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক আঁচল চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য আলী আকবর, মো: রবিউল আওয়াল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.