বিনোদন ডেস্ক : প্রতিবাদী এক নারীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। ছবির নাম ‘অমানুষ’। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এতে প্রতিবাদী এক নারীর চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।
গত ১ এপ্রিল থেকে মোট ১৬ দিন ঢাকা ও ঢাকার আশপাশে সিনেমাটির শুটিং হয়েছে। বাকি রয়েছে আরও বেশকিছু দৃশ্যের শুটিং। নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।
২৫ মে (মঙ্গলবার) মিথিলার জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে তাকে নিয়ে তৈরি একটি পোস্টার। পরিচালক অনন্য মামুন ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘অমানুষে একজন যোদ্ধা...। ’
পোস্টারে রিভালবার হাতে পুরোপুরি অ্যাকশন লুকে হাজির হয়েছেন মিথিলা। এ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.