নিজস্ব প্রতিবেদক
ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ২৬শে মে ২২০২১ইং সমবেত প্রার্থনা, বুদ্ধপূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহতী অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব মি. পি আর বড়ুয়া'র স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা সভা আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সন্মানিত ডেপুটি কমিশনার (মতিঝিল) মি. আব্দুল আহাদ। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সিনিয়র সহ-সভাপতি ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, সহ-সভাপতি মি. রনজিত বড়ুয়া, সহ-সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মি. অনুপম বড়ুয়াসহ আরো অনেকে। ভিক্ষু সংঘের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথেরো এবং দেশনায় অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.