প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করােনা ভাইরাসে আক্রান্ত
নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া করােনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ জুন) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, কয়েক দিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই তিনি সুস্থ আছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন বিপ্লব বড়ুয়া করোনা রিপোর্ট পজেটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।
বিপ্লব বড়ুয়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.