মো. জাবেদুর রহমান : প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রদেয় চট্টগ্রামের ৯০ জন দুস্থ সাংবাদিকদের করোনাকালীন ২য় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠান ১৯ মে (বুধবার) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিইউজের সহ-সভাপতি অনিন্দ্যা টিটু প্রমূখ।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রামের ৯০ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দশ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, ‘সরকারের কোন দপ্তর থেকে তথ্য চাইতে হলে আবেদন করতে হয়। এ জন্য প্রক্রিয়া আছে। কোন দপ্তর তথ্য দিতে না চাইলে তথ্য কমিশন রয়েছে। তথ্য কমিশনে আবেদন করতে হবে।'
গণ মাধ্যম কর্মীদের মান-সম্মান রক্ষার জন্য সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাস্থ্য, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা হয়েছে।
পুলিম হেফাজতে কারাগারে রোজিনা ইসলাম যেন সঠিক মর্যাদা পান তা নিশ্চিত করার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রীও আশ্বস্ত করেছেন, সঠিক মর্যাদা দেয়া হবে। বেগম রোজিনা ইসলাম যাতে সুবিচার পায়, সে বিষয়টা দেখছে সরকার।’
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.