অনলাইন ডেস্ক
করোনা: বিশ্বে একদিনে ১৪ হাজার মৃত্যু। করোনাভাইরাস প্রতিদিনই নতুন নতুন তাণ্ডব চালাচ্ছে। বিশ্বে এক দিনের হিসেবে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় ১৪ হাজার মানুষ। ৬ লাখের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৪৬ হাজার ৮২১ জন। এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ১১ হাজার ২২৭ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ৩৫ হাজার ৩৭১ জনের।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৯৪৩ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৭৬৬ জন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.