রাউজান প্রতিনিধি
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে তথ্য চুরি মিথ্যা নাটক সাজিয়ে আটকে রেখে হেনস্তা করা এবং ঔপনিবেশিক আইনের ধারায় মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভাঅনুষ্টিত হয়।
মঙ্গলবার (১৮ মে) বিকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে রাউজান প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম, এম. বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা রোজিনা ইসলামকে হেনস্তাকারী কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.