মানিকছড়ি প্রতিনিধি ঃ মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সুইমং মারমা বার্ধক্য জনিত কারণে ১৬ মে নিজ বাড়ীতে পরলোক গমন করেছেন। তিনি ভাতাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজ ১৭ মে বিকালে প্রয়াত বীর মুক্তুযুদ্ধা সুইমং মারমার(৮০) নিজবাড়ী কালাপানির শ্বশানে দাহক্রিয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও অফিসার ইনচার্জ আমির হোসেন এর উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিয়দ সদস্য এম.এ. জব্বার, রেম্রাচাই চৌধুরী, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরীসহ উপজেলার সকল বীর মুক্তিযুদ্ধারা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযুদ্ধা সুইমং মারমার মৃত্যুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন এবং মরদেহে পুস্পমাল্য অর্পন করেছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.