সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রোজিনা ইসলামের উপর হামলা ও মামলার প্রতিবাদে সিইউজের বিক্ষোভ সমাবেশ

মো. জাবেদুর রহমান

দৈনিক প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাঁর পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মামলা দিয়ে হেনস্তার প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বিক্ষোভ সমাবেশ আজ ১৮ মে (সোমবার) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী। সঞ্চালনা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম সামশুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধূরী ফরিদ,

সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটু, প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, প্রথম আলোর সাংবাদিক বিশ্বজিদ চৌধুরী,

চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি নাছির উদ্দিন তোতা,সিইউজের নির্বাহী সদস্য মোহাম্মদ মহরম হোসাইন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু, সিইউজের সদস্য প্রীতম দাশ ও সুবল বড়ুয়া।
সমাবেশে সিইউজের সদস্য সহ চট্টগ্রামে কর্মরত কয়েকশ গণমাধ্যম কর্মী অংশ নেন ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যাদের পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বর্তমানের দেশকে যেভাবে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই উন্নয়নের কাজকে বাধাগ্রস্থ করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

তাদের দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ড রুখতেই আমার সহকর্মী রোজিনা ইসলামকে নির্যাতন করেছে । সচিবালয়ে যারা আমাদের সহকর্মী রোজিনা ইসলামের উপর নির্যাতন করেছে তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি ।

পাশাপাশি রোজিনা ইসলামের বিরুদ্ধে আনীত স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে গোপন নথী চুরির মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানাচ্ছি অন্যথায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সারাদেশের সাংবাদিকদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype