প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২১, ৬:৩৪ পূর্বাহ্ণ
ভারত ফেরত যাত্রীরা কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরছে

অনলাইন ডেস্ক
ভারত ফেরত যাত্রীরা আপনজনদের সাথে পারেনি ঈদের আনন্দ ভাগাভাগি করতে। হোটেলের নির্জন কক্ষেই কাটিয়েছে ঈদের সারাটি দিন। জেলা প্রশাসন ও বেনাপোলের মেয়রের পক্ষ থেকে বিশেষ খাবার সেমাই ফিরনি পোলাও মাংস সরবরাহ করা হলেও অধিকাংশ যাত্রীদের চোখে ছিল কান্না। গত ২৬ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত দেশে ফিরেছেন ২ হাজার ৮ শ ৬শ ০৩ জন। এদের বেনাপোল সহ খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, নড়াইলের বিভিন্ন আবাসিক হোটেলে ও শেল্টার হোমে। গাজিরদরগাঁ ও বেনাপোলের বিভিন্ন হোটেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন ৪শ ০২ জন। শনিবার থেকে ঘরে ফেরা বন্ধ রয়েছে। এ দিকে কোলকাতাস্থ উপ দূতাবাস থেকে ছাড়পত্র প্রদান বন্ধ থাকায় গত ৪ দিনে বাংলাদেশে এসেছে মাত্র ১২৭ জন। এর মধ্যে বৃহস্পতিবার দেশে ফেরা চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার এক করোনা পজিটিভ যাত্রী শুক্রবার সকালে যশোর সদর হাসপাতাল থেকে পালিয়েছে। গতকাল পর্যন্ত তাকে খুঁজে পায়নি পুলিশ। এর আগে যশোর সদর হাসপাতাল থেকে পলাতক ১০ জন করোনা পজেটিভ রোগিদের আটক করে জেলহাজতে দেন আদালত। বেনাপোল ইমিগ্রেশনের দেয়া তথ্যমতে, শুক্রবার দুপুর পর্যন্ত দেশে এসেছে মাত্র ২ জন। ভারতে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরে আসা নিয়ে শর্তারোপ করার পর গত ২৬ এপ্রিল থেকে ফিরেছেন মোট ২ হাজার ৮শ ০৩ জন। অপরদিকে বাংলাদেশে আটকা পড়া ২৮০ জন ভারতীয় পাসপোর্টধারি দেশে ফিরে গেছেন। এ দিকে ২৬ এপ্রিল থেকে ভারত ফেরত যাত্রিদের হেটেলবাসের মেয়াদ শেষ হয় গত মঙ্গলবার। এরপর থেকে শুরু হয় ঘরে ফেরা। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভারতের করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে ২৬ এপ্রিল থেকে দু'দফা ৪ সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। কোলকাতাস্থ ভারতীয় দূতাবাস ১৬ মে পর্যন্ত ভারতে আটকে পড়া যাত্রীদের শর্তযুক্ত ছাড়পত্র প্রদান রেখেছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.