প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২১, ৬:০৩ অপরাহ্ণ
করোনা জয় করলেন নায়ক আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
করোনায় এক ভয়াবহ সময় কাটাচ্ছে পুরো ভারত। প্রতিদিন বাড়ছে মৃত্যু এবং সংক্রমণের হার। এর সাথে সুস্থও হচ্ছেন অনেকেই। প্রায় ১৫ দিন করোনার সঙ্গে লড়াই করে এবার করোনা মুক্ত হলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন আল্লু নিজেই। সম্প্রতি আল্লু তার এক ইনস্টাগ্রাম নোটে লেখেন, 'কি অবস্থা সবার? অবশেষে ১৫ দিন করোনার সঙ্গে লড়াই করে করোনামুক্ত হলাম। পুরো সময়টি হোম কোয়ারেন্টাইন করে কাটিয়েছি। আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা আমার জন্য প্রার্থনা করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করছি এই চলমান লকডাউন পুরো ভারতের সংক্রমণ রোধে সহায়তা করবে। দয়া করে আপনারা বাসায় থাকুন এবং ভাল থাকুন। আপনাদের ভালোবাসার জন্য আরো একবার ধন্যবাদ।' তবে জানা গেল, করোনামুক্ত হলেও কাজে ফিরতে বেশ সময় নেবেন আল্লু৷ ভারতের করোনা পরিস্থিতি ভালোর দিকে না যাওয়া অব্দি সকল সিনেমার শুটিং কাজ বন্ধ রাখবেন। প্রসঙ্গত, গেল ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত হন আল্লু। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছিলেন চিত্রনায়ক নিজেই।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.