আন্তর্জাতিক অনলাইন ডেস্ক
সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের দিনেও ১২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে সৌদি জোট হুথির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে।
বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো, নাজরান বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি।
এ বিষয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির বিমান বাহিনী আটটি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে। তবে সৌদির কোন কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা জানায়নি সৌদি জোট।
প্রসঙ্গত, ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রাজধানী সানা দখলে নেওয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.