প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৭:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২১, ৫:০৫ অপরাহ্ণ
লকডাউন আরো বাড়তে পারে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান লকডাউন (বিধিনিষেধ) আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকে এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, “লকডাউন কোনও স্থায়ী সমাধান নয়, তবে জনগণ স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে।” বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কিন্তু বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বাস্থ্য ও শাস্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।” এ সময় দোষারোপের রাজনীতি বন্ধ করে অন্তত ঈদের পর মানুষের পাশে থাকার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.