অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের তাণ্ডব চলছেই পুরো বিশ্বজুড়ে প্রাণঘাতী। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে আরও সাড়ে ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি পৌনে ৩৪ লাখে পৌঁছেছে।
কয়েকদিন নিম্নমুখী থাকার পর বুধবার আবারও আড়াই হাজার মানুষের মৃত্যু দেখল ব্রাজিল। লাতিন দেশটিতে শনাক্ত হলো ৭৬ হাজারের বেশি সংক্রমণ।
যুক্তরাষ্ট্রে ৯শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে করোনায়। শনাক্ত সাড়ে ৩৫ হাজারের বেশি।
আর্জেন্টিনা-কলম্বিয়ায় দিনে পাঁচশ’র কাছাকাছি মানুষ মারা গেলেন ভাইরাসে। দেশগুলোয় ছড়াচ্ছে করোনার বিস্তার।
এছাড়া সাড়ে তিনশো’র মতো মৃত্যু হয়েছে রাশিয়া, ইরান, পোল্যান্ড ও ইউক্রেনে।
বিশ্বজুড়ে দিনে পৌনে ৮ লাখ মানুষের শরীরে শনাক্ত হল করোনাভাইরাস। মোট সংক্রমিত ১৬ কোটির ওপর।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.