প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ
নিরব অভিনীত ‘কসাই’ সিনেমা মুক্তি পাবে ঈদে

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে এখনও নিশ্চিত হওয়া যায়নি এবারের ঈদে সিনেমা হল খুলবে কিনা। সিনেমা হল খুলে দিলেও একটি মাত্র ছবি ছাড়া অন্য কোন ছবি মুক্তির কোন সম্ভাবনা নেই। যদিও এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দর্শকদের হতাশা কিছুটা হলেও কম করার চেষ্টা করছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। এবারের ঈদে বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমাটি। ঈদের দিন থেকেই আই থিয়েটারে দেখা যাবে নায়ক নিরব অভিনীত ‘কসাই’ সিনেমাটি। আজ বিকালে ‘কসাই’ সিনেমার ট্রেলর প্রকাশ হয়েছে। দর্শকরা মাত্র ২০ টাকা খরচ করেই এই ছবিটি উপভোগ করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন নিজেই। পরিচালক অনন্য মামুন বলেন, “ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা এখনও আমরা নির্ধারণ করিনি। আর অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। একদিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.