প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২১, ১০:১৩ পূর্বাহ্ণ
রামগড়ে প্রধানমন্ত্রীর দেয়া ইফতার সামগ্রী প্রদান করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

রামগড় খাগড়াছড়ি উপজেলা সংবাদদাতা
কোভিড-১৯ মহামারী উত্তরণে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ৭শত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) রামগড় ১ ও ২নং ইউপিতে পৃথক পৃথক ব্যবস্থাপনায় প্রধান অতিথি থেকে প্রধানমন্ত্রীর দেয়া ইফতার সামগ্রী উপহার বিতরণ করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য হিরণঞ্জয় ত্রিপুরা ও জেলা পরিষদ সদস্য মেমং মারমা, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীব কুমার কার্বারী, জেলা পরিষদের গণসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, ১ ও ২নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার ও মনিন্দ্র ত্রিপুরা, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, পৌর আ'লীগ সভাপতি রফিকুল আলম কামালসহ বিভিন্ন ওয়াডের ইউপি সদস্য বৃন্দ। পরে রামগড় হাসপাতাল পরিদরর্শন শেষে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রেড ক্রিসেন্টের সহযোগীতায় উপজেলার ৩০ পরিবারে ফুড প্যাকেজ প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.