স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সফরকারী দলের নেতৃত্ব দেবেন কুশল পেরেরা (অধিনায়ক) এবং তার সহকারী হিসেবে থাকছেন কুশল মেন্ডিস। আজ বুধবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজে সফরকারী স্কোয়াডের বিষয়ে অনুমোদন দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৬ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা দল। দলে আরও আছেন দানুশকা গুনাথিলকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসাঙ্কা, দাসুন শনাকা, আশিন বান্দারা, ওয়ানিনদু হাসারাঙ্গা, ইসুরু উড়ানা, আকিলা ধনাঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লক্ষণ সান্দাকান, চামিকা করুনারত্নে ও বিনুরা ফার্নান্দো।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.