ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ২০ টি "এইচডিইউ বেড" উপহার হিসেবে প্রদান করা হয়। ১১ মে মঙ্গলবার চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব হুমায়ুন কবিরের নিকট ইস্পাহানি গ্রুপের পক্ষ থেকে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব হুমায়ুন কবিরের বলেন, বৈশ্বিক মহামারি করোনা কালীন সময় থেকে বর্তমান পর্যন্ত রোগীদের সেবায় আমাদের দেশের শিল্প গ্রুপ গুলো যেভাবে এগিয়ে এসেছে তা আশাব্যঞ্জক। এতে করোনা আক্রান্ত রোগীরা দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারছেন। তিনি আরো বলেন, ইস্পাহানি গ্রুপ বিআইটিআইডি বিশেষায়িত করোনা হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সাপ্লাই, করোনা সুরক্ষা সামগ্রী দেয়ার ফলে রোগীদের সেবা আরো বৃদ্ধি করতে পরেছি। তিনি আজ ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ২০ টি "এইচডিইউ বেড" উপহার হিসেবে প্রদানে ইস্পাহানি গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ইস্পাহানি গ্রুপ দেশের প্রত্যন্ত অঞ্চলে মানব সেবা ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।যেকোনো দুর্যোগে দেশের কথা চিন্তা করে ইস্পাহানি গ্রুপ আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। বিগত দিনে করোনা রোগীদের জন্য কেন্দ্রীয় ভাবে অক্সিজেন সাপ্লাই সহ করোনা সুবক্ষা সামগ্রী দিতে পেরে ইস্পাহানি গ্রুপ গর্বিত। আমাদের সেবা কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। উপস্থিত সবাইকে ইস্পাহানি গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.