অনলাইন ডেস্ক
এবার ঈদও হতে পারে বৃষ্টিভেজা এমন বৃষ্টিময় আবহাওয়া আরও কিছুদিন চলবে।ঈদের সময়টায় তেমন বর্ষণ না থাকলেও এক পশলা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আরিফ হোসেন।
মাসভরা প্রচণ্ড গরমের পর বৃষ্টির দেখা মিলেছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে।
গত কয়েকদিনে গরমের অস্বস্তি দূর করেছে বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি ঝড়ও হয়ে গেছে।
বাংলাদেশে বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর হবে। আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে শুক্রবার।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ঈদের দিন সকালে ও বিকালে বৃষ্টি হতে পারে। তবে ভারি বর্ষণের তেমন আভাস নেই; হতে পারে এক পশলা। বৃষ্টি ১৪-১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকবে বলে জানান এই আবহাওয়াবিদ।
রাজধানীতে হালকা বৃষ্টি হতে পারে। রংপুর ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে বেশি।
তিনি বলেন, বৈশাখের শেষে ও জ্যৈষ্ঠ মাসের শুরুতে যে বৃষ্টি হয়, তাতে কালবৈশাখীরও দাপট থাকে বলে তেমন প্রস্তুতি রাখা উচিৎ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.