প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২০, ১:৩৯ পূর্বাহ্ণ
সিএমপি’র ডবলমুরিং থানার অভিযানঃ জাল দলিলসহ প্রতারক চক্রের ০৩ সদস্য গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনীস্থ হোটেল দুবাইয়ের ৪র্থ তলার ২১১ নং কক্ষ হতে প্রতারনার মাধ্যমে জাল দলিল তৈরী করে সরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের ০৩ জন সক্রিয় সদস্য’কে ভূয়া নিয়োগপত্র, প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোন সহ হাতেনাতে গ্রেফতার করে ডবলমুরিং মডেল থানা পুলিশ।
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সদীপ কুমার দাস, পিপিএম(বার) এর সার্বিক দিক নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোহাম্মদ জহির হোসেন (পিপিএম-সেবা) এর নেতৃত্বে এসআই/অর্নব বড়ুয়া ও ডবলমুরিং থানার টিমের সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৪/০৬/২০২০ খ্রিঃ ১৬.৩০ ঘটিকায় ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনীস্থ হোটেল দুবাইয়ের ৪র্থ তলার ২১১ নং কক্ষ হতে প্রতারনার মাধ্যমে জাল দলিল তৈরী করে সরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ রেজাউল করিম(৪৪), জহুরুল ইসলাম(৩৭), মোঃ আব্দুস সহিদ(২৯)’কে ভূয়া নিয়োগপত্র ও প্রতারনার কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.