সিআরবির মালেকা হত্যার রহস্য উদঘাটন টিম কোতোয়ালীর, গ্রেপ্তার হত্যাকারীসহ ৩ জন
নিউজ ডেস্কঃ
নগরীর সিআরবি এলাকার একটি বাংলো থেকে মালেকা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে কোতোয়ালি থানা পুলিশ। গত ২৩ জুন নগরীর সিআরবির একটি বাংলো থেকে মালেকা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ২৬ জুন বিকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গ্রেফতার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত তিন আসামি হলেন, ভোলা জেলার মো. রুবেল প্রকাশ ভুলাইয়া (২৭), চাদপুর জেলার মো. সুমন (২০) ও রাউজান উপজেলার মাইকেল বড়ুয়া (৩২)। এদের মধ্যে প্রথম দুজনই মালেকা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এদের মধ্যে মাইকেল বড়ুয়া মালেকা বেগমের মোবাইল ফোন ক্রেতা।
কোতোয়ালি থানা পুলিশ সুত্রে জানা গেছে, মালেকা বেগম লক্ষীপুরের রায়পুর এলাকার আব্দুল খালেকের মেয়ে। মৃত্যুর আগে নগরীর টাইগারপাস মাজার কলোনী এলাকার জাহিদা বেগমের ভাড়া ঘরে থাকতেন। প্রথম স্বামী আব্দুল জলিল মারা যাওয়ার পর পুনরায় আবুল হোসেন প্রকাশ সুমনকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। ভিকটিম এর স্বামী আবুল হোসেন প্রকাশ সুমন বিআরটিসি ফলমন্ডিতে লেবারের কাজ করেন। ভিকটিম মালেকা বেগম একজন ভবঘুরে প্রকৃতির মহিলা বলেও জানান কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন বলেন, নিহত মালেকা বেগম স্বামীর সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে সিআরবি এলাকায় ঘুরতে চলে যায় । সেখানে গ্রেফতার হওয়া ১ ও ২ নং আসামি শ্লীলতাহানির চেষ্টা করলে মালেকা বেগম বাধা দেয়। একপর্যায়ে দুই জন মালেকা বেগমকে বোরকা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোবাইল ফোনটি ৩ নং আসামি মাইকেল বড়ুয়ার কাছে বিক্রি করেন এবং বিক্রি করা টাকা দিয়ে তারা ইয়াবা সেবন করেন।
তিনি আরও জানান, মূলত শ্লীলতাহানির চেষ্টায় বাধা দেয়ায় ভবঘুরে মালেকা বেগমকে বোরকা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.