নিজস্ব প্রতিবেদক : ৯ মে (রবিবার) ৮ বিভাগের ৬ হাজার ৯ 'শ ৮৮ জন বীর মুক্তিযোদ্ধাদের নামের চূড়ান্ত তালিকা (দ্বিতীয় পর্ব) প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।
এর আগে গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্ব প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ১ হাজার ৯ 'শ ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৩ 'শ ৪৭ জন, বরিশাল বিভাগের ৫ 'শ ৭৩ জন, খুলনা বিভাগের ৭ 'শ ৭০ জন,
ময়মনসিংহ বিভাগের ৫ 'শ ৬৭ জন, রাজশাহী বিভাগের ৬ 'শ ৮৪ জন, রংপুর বিভাগের ৫ 'শ ৭২ জন ও সিলেট বিভাগের ৫ 'শ ৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।
উল্লেখ্য, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট এ তালিকায় প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তীতে প্রকাশ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.