অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার (৯ মে) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয় বুয়েট থেকে। চার শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়ার কথা ছিল ৩১ মে ও ১ জুন।
পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঈদের পরে শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.