[caption id="attachment_3640" align="alignnone" width="300"]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।[/caption]
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচাযের্র মৃত্যুতে।
আজ ৭ মে (শুক্রবার) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, সংগীতে অনুপ ভট্টাচার্যের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং তঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অনুপ ভট্রাচার্য বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.