ভারত মহামারী করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড। করোনা হানা দিয়েছে আইপিএলেও। তাই মাঝপথেই স্থগিত করা হয় টুর্নামেন্ট। ফলে ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা।
আজ ৬ মে (বৃহস্পতিবার) চার্টার্ড বিমানের বিশেষ এক ফ্লাইটে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের এই দুই তারকা ক্রিকেটার ভারতের আহমেদাবাদ থেকে ঢাকার ফ্লাইট ধরে বিকাল চারটা নাগাদ ঢাকায় নামেন।
জানা গেছে, ঢাকায় তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। হোটেল সোনারগাঁওয়ে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। এরই মধ্যে সাকিব-মুস্তাফিজ বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও হোটেলে পৌঁছেছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.