ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বসবাসরত ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা গৌর গোপাল সাহা আজ ৬মে (বৃহস্পতিবার) সকালে কলকাতার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। উল্লেখ্য, তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
গৌর গোপাল সাহা মুক্তিযুদ্ধের আগে-পরে ছাত্রলীগের নেতা ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তিনি ভারত চলে যান।
এ সময়ে তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে উঠা প্রতিরোধ যুদ্ধে অংশ নেন। এরপর আর দেশে ফিরে আসেননি।
কিছু দিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গত রাতে হৃদরোগে না ফেরার দেশে চলে গেছেন।
গৌর গোপাল সাহা মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের পরম বন্ধু ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঘনিষ্ঠজন ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.