আফ্রিকা মহাদেশের মালিতে একসঙ্গে ৯ সন্তান প্রসব করেছেন হালিমা সিসে (২৫) নামে এক নারী। মালির চিকিৎসকরা বলেছিলেন, ওই নারী ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।
তবে, শেষ পর্যন্ত মোট ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে,
দেশটির একজন নারী একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছেন। তবে, আগে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন তিনি ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।
৫ মে (বুধবার) এ খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। জানা গেছে হালিমা গর্ভাবস্থায় জানতে পেরেছিলেন, অন্তত ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।
মরক্কো এবং মালিতে আল্ট্রাসনোগ্রাফি করে অন্তত সেটাই জানিয়েছিলেন চিকিৎসকরা। ওই সময় গর্ভে থাকা দুই জন শিশুকে আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায়নি।
তবে, গত এপ্রিলে সিজারের মাধ্যমে ৯ শিশুকে পেট থেকে বের করে নিয়ে আসেন চিকিৎসকরা।
চলতি বছরের মার্চে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন, সিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। ওই সময়ই তাকে মালি থেকে মরক্কোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মরক্কোতেই ৫ মেয়ে ও ৪ ছেলের জন্ম দিয়েছেন সিসে।
মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মা ও শিশুরা সুস্থ আছে। অন্যদিকে মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তার দেশে যেকোনো নারী একসঙ্গে এত সংখ্যক শিশুর জন্ম হয়েছে, এ ব্যাপারে তাদের জানা ছিল না।
যদিও সিসে এবং তার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, এ ধরনের ঘটনায় কিছু শিশু টিকে থাকার লড়াইয়ে অনেক সময় হেরে যায়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.