[caption id="attachment_5928" align="alignnone" width="857"]
সালমান খান। ফাইল ছবি।[/caption]
বলিউডে ৫০ ঊর্ধ্ব নায়কদের ছবিতে বেশিরভাগ নায়িকার বয়সই থাকে ৩০ এর নিচে। সালমান খানের (৫৫) নতুন ছবি 'রাধে'র নায়িকা দিশা পাটানির বয়স ২৮।
এরইমধ্যে ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। তবে দিশাকে ছবিতে দেখে নিজের সমবয়সী মনে হয়েছে বলে দাবি করেছেন সালমান।
ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ঈদে। প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিওতে সালমান এ দাবি করেছেন। দিশার প্রশংসা করে তিনি আরও বলেছেন, খুব ভাল কাজ করেছে দিশা।
খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আমাদের দু’জনকে সমবয়সী মনে হচ্ছে। ওকে আমার বয়সের নয়, আমাকে ওর বয়সের মতো মনে হচ্ছে।”
সালমানের মতে তিনি যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তা হলে একই ভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন।
এর আগে সোনম কাপুর, আনুশকা শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজের মতো অল্পবয়সী অভিনেত্রীদের সঙ্গে পর্দায় প্রেম জমিয়েছেন সালমান। তারা প্রত্যেকেই সালমানের চেয়ে প্রায় বছর ২০ বা তার বেশি ছোট।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.