[caption id="attachment_5897" align="alignnone" width="821"]
প্রফেসর ড. রাশিদ আসকারী। ফাইল ছবি।[/caption]
সাবেক ভিসি (১২তম) ও ইংরেজি বিভাগের প্রফেসর ড. রাশিদ আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আগামী দুই বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দেন।
৩০ এপ্রিল (শুক্রবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালন কালে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
২৯ এপ্রিল (বৃহস্পতিবার) কলা অনুষদের প্রথম ডিন বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতনের দায়িত্ব শেষ হয়। পদটি শূন্য হওয়ায় তার স্থলে দ্বিতীয় ডিন হিসেবে সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ড. রাসিদ আসকারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার তিনি যোগদান করেছেন।
তিনি বলেন, আমার কাছে যে দায়িত্ব এসেছে তা আমি সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.