প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২০, ১১:১৩ পূর্বাহ্ণ
চমেকের ডা.সমিরুল ইসলাম আর নেই। মানবতার ডাক্তার ছিলেন তিনি ।

এমডি নিজাম উদ্দীন
৩৩ দিন জীবনযুদ্ধে লড়ে অবশেষে মারা গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবু।
বুধবার (২৪ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
চট্টগ্রামের জনপ্রিয় এই চিকিৎসকের শারীরিক অবস্থার উন্নতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে একটি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। হঠাৎ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় তাকে। ভেন্টিলেটর সাপোর্টে থাকার ঘন্টাখানেকের মাঝে মারা যান তিনি।
এর আগে গত ২৬ মে চট্টগ্রামে তিনি করোনা রোগী প্রথম প্লাজমা দেয়া হয় তাকে। ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের নন্দিত এই চিকিৎসক।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.