পায়ুপথে লুকিয়ে ইয়াবা পাচার কালে ১৪০০ পিস ইয়াবাসহ ১জন আটক।
কমল চক্রবর্তী চট্টগ্রাম ঃ
কক্সবাজার থেকে শ্যামলী যাত্রীবাহী বাসে যাত্রী সেজে বিশেষ কায়দায় পায়ুপথে ইয়াবা বহন করে জামালপুর যাওয়ার সময় ১৪০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া)।আজ ২৪ জুন সকাল ৮:৩০ টার সময় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফরাবাদ মহাসড়কের উপর শ্যামলী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে একজনকে আটক করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া)।আটককৃত আসামী হল- মোঃ রাছেল(২১) জামালপুর জেলার ইসলামপুর থানাধীন পৌরচর(তর মুন্সীবাড়ী) এলাকার মোঃ সাইফুল ইসলাম এর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) পরিদর্শক এর নেতৃত্বে একটি টিম চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফরাবাদ মহাসড়কের উপর (ঢাকা মেট্রো-গ-১৪-০৮৭১) শ্যামলী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পায়ুপথে বিশেষ কায়দায় কক্সবাজার হতে জামালপুর পাচারকালীন সময় ১৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবাসহ একজন কে আটক করা হয়।আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় ,সে কক্সবাজার হতে ইয়াবা নিয়ে জামালপুর নিয়ে বিক্রি করে এবং সে নিজেও নিয়মিত ইয়াবা সেবন করে বলে জানায়। ইয়াবাগুলো পায়ুপথে নিয়ে পরবর্তীতে লিংক রোডে এসে শ্যামলী পরিবহনে উঠে জামালপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ।আটককৃত আসামীর বিরুদ্ধে পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।