[caption id="attachment_5728" align="alignnone" width="728"]
আকবর হোসেন পাঠান ফারুক। ফাইল ছবি।[/caption]
শারীরিক অবস্থার উন্নতি হয়েছে নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের। ২৭ এপ্রিল (মঙ্গলবার) তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
২৮ এপ্রিল (বুধবার) রাতে সিঙ্গাপুর থেকে গণমাধ্যমকে এ তথ্য জানান ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।
গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক। গত ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন তিনি।
বর্তমানে ফারুকের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে জানিয়ে ফারহানা ফারুক বলেন, ‘প্রায় এক মাস পর কথা বলেছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এখন কিছুটা উন্নতি হচ্ছে। আমাকে চিনতেও পারছেন। আইসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে। সবার কাছে আমরা দোয়া চাই।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.