[caption id="attachment_5629" align="alignnone" width="759"]
ভারতীয অভিনেত্রী হীনা খান। ফাইল ছবি।[/caption]
করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সম্প্রতি হিনা তার বাবাকে হারিয়েছেন আর এই সময় তার করোনা আক্রান্ত হওয়া সব মিলিয়ে একদম ভেঙ্গে পড়েছেন তিনি এবং তার পরিবার।
সোশ্যাল মিডিয়ায় হিনা লিখেছেন, ‘এক ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি এবং আমার পুরো পরিবার। তার মধ্যে আমি করোনা আক্রান্ত হয়েছি।
ডাক্তারদের পরামর্শ মেনে যা যা সতর্কতাবিধি পালন করার সেগুলি করছি এবং নিজেকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি’।
হিনা একটি মিউজিক ভিডিও শুট করার জন্যে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন। তাই তিনি অনুরোধ করেছেন বিগত কিছুদিনে যারা তার সংস্পর্শে ছিল
তারা যেন প্রত্যেকেই নিজেদের কোভিড-১৯ টেস্ট করিয়ে নেন। তার অনুগতদের কাছ থকে ভালোবাসা এবং প্রার্থনা কামনা করেছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.