[caption id="attachment_5464" align="alignnone" width="458"]
অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। ফাইল ছবি।[/caption]
চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ইসমাইল খান রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে দ্বিতীয় মেয়াদে।
২৬ এপ্রিল (সোমবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়।
এর আগে ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এর অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ফার্মাকোলজির অধ্যাপক হিসেবে কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেন।
অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পোস্ট গ্রাজুয়েট অন মেডিক্যাল অ্যাডুকেশন এবং ফার্মাকোলজিতে পোস্ট গ্রাজুয়েট করেছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.